
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িত আট নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের প্রিজনভ্যানে করে ঢাকার আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: সিলেটের আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), পটুয়াখালীর মেহেদী হাসান অভি (২৫), গাজীপুরের নাজমুল হাসান জিসান (২৪), মানিকগঞ্জের আবুল হোসেন (৪১), ঢাকার ধামরাইয়ের সুমন (২৫) ও জুলহাস (৩০), পঞ্চগড়ের রাজমনি (১৯) এবং দিনাজপুরের সুমি আক্তার (২২)। তাদের মধ্যে দুজন গেস্ট হাউজের স্টাফ বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউজে অনৈতিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই নারীসহ আটজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট নারী-পুরুষকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ খবর