
গাজা সিটির আরও কয়েকটি উঁচু ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ১৫ তলা বিশিষ্ট ‘Soussi Tower’ ধ্বংস করা হয়। এর আগে ভবনের বাসিন্দাদের স্বল্প সময়ের নোটিশে সরিয়ে নিতে বলা হয়েছিল।
ইসরায়েলি সেনাদের দাবি, ভবনটি হামাসের নিয়ন্ত্রণে ছিল এবং সামরিক ও নজরদারি কার্যক্রমের জন্য ব্যবহৃত হচ্ছিল। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ভবনটি সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
বাসিন্দাদের মাত্র আধা থেকে এক ঘণ্টার মতো সময় দেওয়া হয়েছিল, যা অনেকের জন্য সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে বেশিরভাগ মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার সুযোগ পাননি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এবং গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের এসব হামলার আসল উদ্দেশ্য সাধারণ মানুষকে ভয় দেখানো ও গৃহহীন করে তোলা। আবাসিক ভবন লক্ষ্য করে এ ধরনের আক্রমণকে তারা মানবিক বিধ্বংসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর