যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার করে আবারও বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ট্রাম্প জানান, এ সিদ্ধান্তের বিষয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অবহিত করা হয়েছে। তাঁর মতে, খুব শিগগিরই মার্কিন নাগরিকরা নিরাপদভাবে ভেনেজুয়েলা ভ্রমণ করতে পারবেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি এবং দেশটির সামরিক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দিনের মধ্যেই ভেনেজুয়েলার আকাশসীমা উন্মুক্ত করা হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে মার্কিন নাগরিকদের জন্য ভেনেজুয়েলায় যাতায়াতের পথ খুলে যাবে।
ট্রাম্পের ভাষ্য, “খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকান নাগরিকরা ভেনেজুয়েলায় যেতে পারবেন এবং সেখানে তারা নিরাপদ থাকবেন।”
এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানায়, ভেনেজুয়েলায় বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় চালু করার লক্ষ্যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সোমবার আইনপ্রণেতাদের পাঠানো এক নোটিশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, নির্বাচিত কূটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ধাপে ধাপে অস্থায়ী কর্মী মোতায়েন করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। সে সময় ভেনেজুয়েলা ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র এবং নাগরিকদের দেশটিতে না যেতে পরামর্শ দেয়।
এর আগে গত নভেম্বরে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার উপরে ও আশপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচিত হওয়া উচিত। এরপর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাড়তি সামরিক তৎপরতার কারণে পাইলটদের সতর্ক থাকার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করে।
মার্কিন এয়ারলাইন্সগুলোর মধ্যে সর্বশেষ যে সংস্থা ভেনেজুয়েলায় ফ্লাইট চালাত, সেই আমেরিকান এয়ারলাইন্স ২০১৯ সালের মার্চে কার্যক্রম স্থগিত করেছিল। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, তারা আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর