• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মোহাম্মদ ফয়সাল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল

হাটহাজারীতে সংঘর্ষের ঘটনা নেপথ্য

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রামের হাটহাজারীতে ‘অশালীন অঙ্গভঙ্গির ছবি’ ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে সুন্নি ও কওমি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০৭ জন। আহতদের মধ্যে গুরুতর ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এই সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

ছবি পোস্ট দেয়ার অভিযোগে গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে জশনে জুলুস থেকে ফেরার পথে ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক যুবককে আটক করা হয়। তবে এর আগে ওই যুবক ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে ক্ষমা চাইলেও হাটহাজারীতে উত্তেজনা বিরাজ করে। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ১৪৪ ধারা জারি করেন। এরপর রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ টহল শুরু করে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে চট্টগ্রামের জশনে জুলুসে যাওয়ার পথে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে ‘অশালীন অঙ্গভঙ্গি’ করে ছবি তোলেন আরিয়ান ইব্রাহীম। পরে সেটি ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এর পরপরই ফটিকছড়ি ও হাটহাজারীর কওমি অঙ্গনে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ।

আরিয়ানের ফেসবুক আইডিতে নিজেকে ফটিকছড়ি পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয় দেওয়া হলেও সংগঠনটির সভাপতি একরাম উল্লাহ চৌধুরী জানান, তিনি ছাত্রদলের কেউ নন। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে সংগঠনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রশাসনকে আইনগত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।

ঘটনার পর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকতে আহ্বান জানায়। ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এসময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন পৌরসভা মীরেরহাট থেকে এগারো মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত রাস্তার উভয় পাশে ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে আজ ৭ সেপ্টেম্বর বিকাল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ, গণজমায়েত এবং ৫ জনের বেশি মানুষের অবস্থান নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার জানান, সংঘর্ষে ১০৭ জনেরও বেশি আহত হয়েছেন। তাদের সবাই হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। প্রাথমিক চিকিৎসার পর অধিকতর পর্যবেক্ষণের জন্য ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।

এদিকে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানচলাচল স্বাভাবিক ছিল। পুলিশ ও সেনাবাহিনী পৃথক পৃথক ভাবে টহল জোরদার করেন। এরপর বেলা ৩টায় ইমাম শেরে বাংলা শাহ মাজারে হাটহাজারী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. সেকেন্দার মিয়া সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন, জশনে জুলুছ থেকে ফেরার পথে সুফিবাদি সমর্থকদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর বেলা সাড়ে ৩ টায় হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে পাল্টা সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ সময় মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলীল আহমদ কসেমী দাবি করেন, হাটহাজারী শান্ত পরিবেশকে অসন্তপ্ত করতে উস্কানি, মসজিদ অবমাননা, আল্লামা আহমদ শফী ও জুনায়েদ বাবু নগরীর কবরে ঈদ পাটকেল নিক্ষেপ ও মাদ্রাসার নীরব ছাত্রের উপর সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় দোষীদের আইনের আইনের আওতায় আনতে হবে।

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের পর হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে উভয় পক্ষকে নিয়ে সমঝোতার জন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ, সেনা কর্মকর্তা মেজর শাহরিয়ার এবং কওমি ও সুন্নি আকিদা থেকে দায়িত্বশীল ১০জন করে প্রতিনিধি।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আহতদের চিকিৎসা খরচ উপজেলা প্রশাসন বহন করবে। যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হবে। চারিয়া মাদ্রাসা থেকে হাটহাজারী বাস স্ট্যান্ড পর্যন্ত সকল প্রকার গান-বাজনা বন্ধ করে চলাচল করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে কাউকে হয়রানি করা হবে না। উভয় পক্ষ এলাকায় গিয়ে শান্তিপ্রিয় অবস্থা বজায় রাখার অঙ্গীকার বদ্ধ হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com