
ভোলায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষক মাওলানা আমিনুল হক নোমানী। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বাপ্তা এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে ঘরে ফেরার পর একদল দুর্বৃত্ত নোমানীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রবিবার সকালে নিহত নোমানীর মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের বোন বলেন, "আমার আদরের ভাইকে কেউ এভাবে হত্যা করবে তা কখনও কল্পনা করিনি। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
সকালে শিক্ষার্থীরা ও ধর্মপ্রাণ মুসল্লিরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মুসল্লি অংশ নেন।
জানাজা থেকে তৌহিদি জনতা ঘোষণা দেন—সোমবার ভোলার সব মাদ্রাসা, স্কুল-কলেজ বন্ধ থাকবে এবং বিক্ষোভ সমাবেশ হবে। তাঁরা আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ বলেন, "ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। আসামিদের ধরতে অভিযান চলছে।"
উল্লেখ্য, নিহত মাওলানা আমিনুল হক নোমানী ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর