
ফরিদপুরের নগরকান্দায় একটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার মহিলা রোড এলাকায় অবস্থিত তোফাজদ্দীন ফিলিং স্টেশনে বাসাবাড়িতে সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিলের দায়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের নেতৃত্বে যৌথবাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও দবির উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, তোফাজদ্দীন ফিলিং স্টেশনে বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস রিফিলের বিষয়টি হাতেনাতে ধরতে পেরেছি। গাড়ির সিলিন্ডারে গ্যাস রিফিলের লাইসেন্স থাকলেও বাসাবাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিলের লাইসেন্স তাদের নেই।
বিষয়টি আমলে নিয়ে বিস্ফোরক আইন ১৮৮৪ এর ৭(১) ধারা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং প্রাথমিকভাবে তাদের সতর্ক করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর