
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া কিশোর মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার ভোর ৬টার দিকে সমিতি পাড়া ১ নম্বর ওয়ার্ডের প্রথম গলি সংলগ্ন সৈকতে তার মরদেহ ভেসে ওঠে।
আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের ছেলে এবং এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র অনুযায়ী, আহনাফ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার সন্তান।
এর আগে গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নামেন আহনাফ। এ সময় তিনজন ভেসে গেলে লাইফগার্ড সদস্যরা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু আহনাফ নিখোঁজ ছিলেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, লাইফগার্ডসহ সব সংস্থা একযোগে কাজ করেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এই সমন্বিত প্রচেষ্টা চলেছে সারারাত। সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, তাদের উদ্ধার দল বোট নিয়ে দিন-রাত অভিযান চালিয়ে অবশেষে আজ সকালে মরদেহটি উদ্ধার করে।
কক্সবাজার বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সোমবার ভোরে সমিতি পাড়া এলাকায় মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা খবর দিলে লাইফগার্ড টিম ঘটনাস্থলে গিয়ে আহনাফকে শনাক্ত করে। পরে মরদেহটি হাসপাতালে নেওয়া হয়।
রবিবার রাতে সাংবাদিকের সঙ্গে আলাপকালে ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, "আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ডিসি-প্রশাসনসহ সবাই সহযোগিতা করেছেন। কিন্তু সবই শেষ পর্যন্ত আল্লাহর হাতে।"
কক্সবাজারে সমুদ্র সৈকতে প্রাণহানির ঘটনা ক্রমেই বাড়ছে। সি-সেইফ লাইফগার্ডের তথ্যমতে, গত এক বছরে গোসলে নেমে ১২ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। একই সময়ে লাইফগার্ড টিম ৭৮ জনকে উদ্ধার করেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর