
রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য বহিষ্কৃত কৃষকদল নেতা মাসুদ রানার বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ৫ সেপ্টেম্বর রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোশারফ হুসাইন। জিডিটি আমলে নিয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক (এসআই) হাসেম আলীকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট বিকেল সাড়ে ৪টায় পৌরশহরের মৌচাক হোটেলের সামনে মাসুদ রানা অশ্লীল ভাষায় গালিগালাজ করে মোশারফ হুসাইনকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় তিনি বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেন এবং বিএনপি দল নিয়ে বিভিন্ন খারাপ মন্তব্য করেন।
জানা যায়, কিছুদিন আগে রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিককে মামলার ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগে দলের নির্দেশে মাসুদ রানাকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়। উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইনই তাকে বহিষ্কার করেন। এর জের ধরেই সদ্য বহিষ্কৃত ও বীমা কর্মী মাসুদ রানা উপজেলা কৃষকদলের সভাপতিকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ।
এর আগেও মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাবের গুষ্টি সাফ করার হুমকি এবং প্রেসক্লাব সভাপতিকে মোটরসাইকেলে বেঁধে টেনেহিঁচড়ে নির্যাতনের হুমকি দিয়েছিলেন। গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হওয়ায় গত ৯ আগস্ট জেলা কৃষকদল মাসুদ রানাকে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করে।
মাসুদ রানা বহিষ্কৃত হলেও নিজেকে এখনো উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি পরিচয় দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেস্টুন তৈরি করেছেন। সেখানে তিনি নিজেকে সাংবাদিক, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী সংসদ সহকারী মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন। মাসুদ রানার এখনও কৃষকদলের পরিচয় ব্যবহার করায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বহিষ্কৃত কৃষকদল নেতা মাসুদ রানা কোনো বক্তব্য দিতে না চাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।
উপজেলা কৃষকদলের সভাপতি মোশারফ হুসাইন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের নির্দেশে তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর থেকে মাসুদ তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এবং তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তিনি জীবনের নিরাপত্তাসহ মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর