
বরগুনার আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়নে আমতলী থানার বিশেষ অভিযানে কিশোর গ্যাং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে ফরহাদের প্রাক্তন স্ত্রী লাইজু বেগমকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় উশ্যিতলা নামক স্থানে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুকুয়ার বাসিন্দা ফরহাদ নামের এক ব্যক্তিকে মারধর করে তার মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সূত্রপাত হয় তিন বছর আগে কুকুয়া ইউনিয়নের মোসা. লাইজু বেগম এবং ফরহাদ ইসলাম জয়ের বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লাইজু বেগম তার মেয়েকে দেখার জন্য ফরহাদকে আসতে বলেন। ফরহাদ আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নস্থ উশ্যিতলা মেইন রাস্তার পাশে এলে লাইজু বেগম পূর্বপরিকল্পিতভাবে তাকে শায়েস্তা করার উদ্দেশ্যে কিছু কিশোর গ্যাং সদস্যকে ওই স্থানে রাখেন। ফরহাদ সেখানে পৌঁছানো মাত্রই তাকে মারধর করে আহত করা হয় এবং তার হাতের মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়।
ফরহাদ আমতলী থানায় অভিযোগ দায়ের করলে আমতলী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: ১। মোসা. লাইজু বেগম (২৪), পিতা- মো. মোস্তফা কাজী, সাং- হরিমৃত্যুঞ্জয় ০৯নং ওয়ার্ড, ০২নং কুকুয়া ইউপি, এ/পি - ০২নং ওয়ার্ড, আমতলী পৌরসভা, জনৈক মো. জসিমের ভাড়াটিয়া বাসা; কিশোর গ্যাং সদস্য ২। মো. শাকিল (১৯), পিতাঃ মো. সালাম গাজী, সাং বৈঠাকাটা ৩ নং ওয়ার্ড চাওড়া ইউপি; ৩। মো. রাকিবুল (১৯), পিতা- মো. সায়েম মাতুব্বর, সাং- পাতাকাটা, ০৬নং ওয়ার্ড, চাওড়া ইউপি; এবং ৪। মো. ওলি হাওলাদার (১৯), পিতাঃ মো. হিরন হাওলাদার, সাং পাতাকাটা ৭ নং ওয়ার্ড চাওড়া ইউপি। তারা সকলেই আমতলী থানার অন্তর্ভুক্ত এবং বরগুনা জেলার বাসিন্দা।
চাওড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জয়নাল মৃধা মুঠোফোনে জানান, ঘটনাটি সত্য। অভিযুক্ত মহিলার কাছ থেকে ফরহাদের মোবাইল ফোন এবং গ্রেপ্তারকৃত ছেলেদের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বিশেষ অভিযান পরিচালনা করে রাতেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর