
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া স্বচ্ছভাবে প্রদর্শনের জন্য প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা সরাসরি দেখানো হবে।
চিফ রিটার্নিং অফিসার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ‘ভোট গণনায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। ৮ কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ হবে। কমিশনের হিসাব অনুযায়ী, প্রতি ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করা সম্ভব হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর