
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনের সঙ্গে আবারো আলোচনায় বসেছে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের আন্দোলনরত শিক্ষার্থীরা। ওই আলোচনায় গত ৩১ আগস্ট একাডেমিক কাউন্সিলের গৃহীত তিন ডিগ্রির সিদ্ধান্ত মেনে নিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ৩১ আগস্ট অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কাউন্সিলে গৃহীত মূল সিদ্ধান্ত তারা মেনে নেবেন। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় ছয়টি দাবি যুক্ত করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় শিক্ষার্থীদের দাবি সমূহ-
১. ৩১ আগস্ট ২০২৫ তারিখে বিশেষ একাডেমিক কাউন্সিলে গৃহীত মূল সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নিবে।
উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে প্রস্তাবনা সমূহ:
১. আসন সংখ্যা: B.Sc. Vet Sc & AH- ২০০, B.Sc. AH- ২৫, DVM-২৫। চলমান ব্যাচসমূহের জন্য লেভেল ভিত্তিক পৃথক সিলেবাস প্রণয়ন করে শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রির আওতায় আনবে যা BVC সনদ পেতে কোনো রূপ সমস্যা সৃষ্টি করবে না। টেকনিক্যাল কমিটি ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ কম্বাইন্ড কোর্স কারিকুলামের সিলেবাস প্রণয়ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করবে।
২. ৩১ আগস্ট ২০২৫ তারিখ রাতে ক্যাম্পাসে বহিরাগত হামলার ঘটনার দায় স্বীকার করে প্রশাসন ক্ষমা চাইবে এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণে বহিরাগতদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট সহ প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুততম সময়ের মধ্যে গ্রহণ করবে।
৩. আন্দোলনে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীকে একাডেমিক কিংবা প্রশাসনিক কোনো শাস্তি বা জটিলতার সম্মুখীন করা হবে না এই মর্মে লিখিত বিবৃতি প্রদান করবে।
৪. বহিরাগত হামলার ঘটনায় তদন্ত কমিটি আগামী ৭ (সাত) কার্য দিবসের মধ্যে রিপোর্ট প্রদান করবে এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে।
৫. হামলার সাথে জড়িত শিক্ষকদের শিক্ষকতার বাইরে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করবে।
৬. অতি দ্রুত হল ভ্যাকেন্সির নোটিশ প্রত্যাহার করে দ্রুততম সময়ের মধ্যে একডেমিক কার্যক্রম পুনরায় চালু করবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর