
ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশ ও অবস্থানের অভিযোগে পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত মঙ্গলবার হালুয়াঘাট সীমান্ত এলাকার বানাইচিরিংগীপাড়া থেকে তাদের আটক করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের তেলীখালী বিওপির হাবিলদার আনোয়ার হোসেন বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার পুটিমাড়ীর আকবর শেখ (পিতা: আজমীর মন্ডল), দেলোয়ার হোসেন (পিতা: জবেদ আলী), মিরা বেগম (পিতা: আফছার শেখ), খুলনা জেলার দিঘলিয়া হাজী গ্রামের রেজুকা উজির মোল্লা (পিতা: মৃত উজির মোল্লা) এবং ফরিদপুর জেলার কোতোয়ালী থানার নালিয়া গ্রামের ইকবাল (পিতা: শেখ মেনাম উদ্দিন)।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর