
রৌমারীতে বউ-শাশুড়ি মেলার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় দাঁতভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এই মেলায় প্রায় দুইশো বউ-শাশুড়ি উপস্থিত ছিলেন। রৌমারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ স্থানীয় ল্যাম্প হাসপাতাল রৌমারী শাখার উদ্যোগে এবং ইউএনএফপিএর অর্থায়নে এই মেলার আয়োজন করে।
মেলার শুভ উদ্বোধন করেন রৌমারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. মোজাম্মেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ইফতেখার রহমান এবং ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ। দাঁতভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে বউ-শাশুড়িরা এই মেলায় অংশগ্রহণ করেন।
মেলায় মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, প্রসবপূর্ব ও পরবর্তী সেবার মান বৃদ্ধির বিষয়ে বউ-শাশুড়িদের সচেতন করা হয়। এছাড়া, জরায়ুমুখ, প্যাথলজিক্যাল পরীক্ষা এবং ফেস্টুলা বিষয়ে কাউন্সেলিংয়েরও ব্যবস্থা ছিল।
ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ জানান, বউ-শাশুড়ি নামে অভিহিত এই বিশেষ মেলায় মূলত মেয়েদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এছাড়া, বউয়ের প্রতি শাশুড়ি এবং শাশুড়ির প্রতি বউয়ের দায়িত্ব-কর্তব্য কী হবে, সেই বার্তা অংশগ্রহণকারীদের মধ্যে পৌঁছে দেওয়া হয়।
দাঁতভাঙ্গা ইউনিয়নের ভাতের বাসিন্দা গৃহবধূ রাজিয়া খাতুন (২৫) ও তাঁর শাশুড়ি মমতাজ বেগম, বাগের হাটের চেয়ারম্যান বাড়ির বিলকিস বেগম (২৮) ও তাঁর শাশুড়ি সুলতানা খাতুন, কাউয়াচরের শারমিন আক্তার (২০) ও তাঁর শাশুড়ি জেসমিন বেগম, দাঁতভাঙ্গা গ্রামের অন্তঃসত্ত্বা মমিনা খাতুন (১৮) ও তাঁর শাশুড়ি সাজেদা বেগমসহ অনেকেই জানান, তাঁরা আগে লজ্জায় স্বাস্থ্যগত অনেক বিষয়ে বউ-শাশুড়ির মধ্যে আলোচনা করতেন না। তাঁরা মনে করেন, লজ্জা নয়, নিজের সুস্থতার জন্য স্বাস্থ্যগত নানা বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা জরুরি। এতে বউ-শাশুড়ির মধ্যে মনের দূরত্ব কমে যায় এবং বিভিন্ন সমস্যার বিষয়ে জেনে পরস্পরের প্রতি সহমর্মিতা বৃদ্ধি পায়। মেলায় অংশ নিতে পেরে বউ-শাশুড়িরাও খুশি হয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর