
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং ক্যাম্পাসের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল (মঙ্গলবার) নির্বাচন ঘিরে ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি সোয়াত টিম, ডগ স্কোয়াড, বিশেষায়িত টিম, সাদা পোশাকের ডিবি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সামনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, “ডাকসু নির্বাচনকে ঘিরে কোনো শঙ্কা নেই। গত এক সপ্তাহ ধরে নানা কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করছি, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। প্রয়োজনে নিরাপত্তার মেয়াদ আরও বাড়ানো হবে।”
তিনি আরও জানান, বর্তমানে ৮টি চেকপোস্ট চালু রাখা হয়েছে। কেন্দ্রভিত্তিক নিরাপত্তার পাশাপাশি মোবাইল পেট্রোল, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত টিম, ডিবি, সিসিটিভি মনিটরিং সেল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। ইতোমধ্যে ১ হাজার ৭৭১ জন পুলিশ নিয়োজিত আছে, যা নির্বাচনের দিনে বেড়ে হবে ২ হাজার ৯৬ জন। এছাড়া র্যাব, বিজিবি ও ডিবির সদস্যরাও থাকবেন।
লাইসেন্সধারী ব্যক্তিদের অস্ত্র বহন নিষিদ্ধ করার বিষয়েও নির্দেশনা দেন কমিশনার। তিনি বলেন, “আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত কেউ অস্ত্র বহন করতে পারবেন না।”
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “আইন নিজের হাতে তুলে নেবেন না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনধিকারপ্রবেশকারীর উপস্থিতি হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন।”
জাল আইডি কার্ড ও সাইবার বুলিং প্রসঙ্গে তিনি জানান, এসব বিষয়ে নজরদারি চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর