
নেত্রকোনা পৌর এলাকার যানজট নিরসন করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী অফিসার শাহ মো. কামরুল হুদা, পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, বিআরটিএর পরিদর্শক মো. রুহুল আমিন, জেলা বিএনপির সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহাবুল কিবরিয়া চৌধুরী হেলিম সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও গণমাধ্যম কর্মীরা।
সভায় শহর থেকে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা সরানোসহ দিনের বেলা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখা এবং সড়ক দখল করে রাখা যানবাহন উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, এক রাস্তার শহর নেত্রকোনা। যেখানে অপরিকল্পিতভাবে চলাচল করছে ইজিবাইক ও মিশুকের মতো ব্যাটারিচালিত যান। নেত্রকোনা পৌর শহরের মূল রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে বসেছে দোকানপাট। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা। অপরদিকে রাস্তার দখল নিয়েছে ইজিবাইক। চালকদের কোনো সিগন্যাল জ্ঞান না থাকায় যেভাবে খুশি সেভাবে ইজিবাইক চলাচল, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা এবং ফুটপাত দখল হয়ে যাওয়ায় অতিমাত্রায় বেড়েছে যানজট ও সড়ক দুর্ঘটনা। এই সমস্যাগুলো নিয়ে নেত্রকোনা জেলা শহরের পৌরবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন।
নবাগত জেলা প্রশাসকের যোগদানের পর নেত্রকোনার সচেতন নাগরিক ও পৌরবাসীর যানজট ও দুর্ভোগের কথা চিন্তা করে আজ সকাল ১১টায় সর্বস্তরের ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনার পর যানজট নিরসনের কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে, এই উদ্যোগেই যানজট নিরসন হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর