
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।
মঙ্গলবার সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে তিনি অভিযোগ করেন, "ছাত্রদল এখানে ভুয়া বুথ বসিয়ে ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে ও লিফলেট বিতরণ করছে। তারা বলছে এগুলো ভোটারদের তথ্য, কিন্তু ভোটারদের তথ্য হলে সেখানে ভোটারদের নাম লেখা থাকত, প্রার্থীদের না।"
তিনি আরও বলেন, "তারা যা করছে তার মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা নির্বাচন কমিশনারকে আহ্বান জানিয়েছি দ্রুত ব্যবস্থা নিতে। যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বুঝব নির্বাচন কমিশন ছাত্রদলকে ফেভার দিচ্ছে।"
এর আগে সকাল আটটায় ঢাবির বিভিন্ন কেন্দ্রে মোট ৮১০টি বুথে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলো হলো— ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র, ল্যাবরেটরি স্কুল, উদয়ন স্কুল, কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ এবং শারীরিক শিক্ষা কেন্দ্র।
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হলে সংসদ নির্বাচন হচ্ছে ১৩টি পদে করে। মোট ২৩৪টি হল সংসদ পদে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন। সব মিলিয়ে প্রত্যেক ভোটারকে দিতে হবে ৪১টি ভোট।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর