বরগুনা জেলার বামনা উপজেলার থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ উদ্যোগে একটি চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে মামলা এবং জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বামনা উপজেলার জাফ্রাখালী বটতলা এলাকার মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, যেমন হেলমেট পরিধান সংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়গুলো কঠোরভাবে পরীক্ষা করা হয়। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার, ট্রাক, পিকআপ ও বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালিয়ে ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেটবিহীন অবস্থায় মোট ৩টি মামলায় ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
অভিযান চলাকালে বামনা নৌবাহিনী ক্যাম্পের সাব লেফটেন্যান্ট মাহাবুবুর রহমানের নেতৃত্বে বামনা থানা পুলিশের টিমসহ নৌবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর