
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এ কথা বলেন রিটার্নিং কর্মকর্তা ও সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. গোলাম রব্বানী।
তিনি বলেন, "সিনেট ভবনের কেন্দ্রে ৬৫ শতাংশের মতো ভোট কাস্টিং করা হয়েছে। আর ৮টি কেন্দ্রে প্রায় ৬০-৬৫ শতাংশ ভোট কাস্টিং করা হয়েছে। বিকেল ৪টার মধ্যে যেহেতু ভোটগ্রহণ শেষ হবে, সবমিলিয়ে ৮০ শতাংশ ভোট কাস্টিং হতে পারে বলে ধারণা করছি; যদিও এই সংখ্যা বাড়তেও পারে।"
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর