
বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বামনা সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক শাহানারা বেগম অপু মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পাথরঘাটার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, দক্ষিণ রূপধন গ্রামের বাসিন্দা আলহাজ্ব সাহাব উদ্দিন আহমেদের মেয়ে। তাঁর স্বামী নিজাম উদ্দিন পাথরঘাটা হাজী জালাল উদ্দিন সরকারি মহিলা কলেজের প্রভাষক। তাঁদের একমাত্র ছেলে ঢাকায় লেখাপড়া করছেন।
বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৫১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪০১ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৩৪, বেতাগীতে ১, বামনায় ৩, তালতলীতে ৪ ও পাথরঘাটায় ৯ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১২৯ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮৩, আমতলীতে ৩, বেতাগীতে ৩, বামনায় ১৬, পাথরঘাটায় ১৬ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ২৬৮, তালতলীতে ১৫৩, বামনায় ২৭১, বেতাগীতে ১২২, আমতলীতে ৮২ এবং পাথরঘাটা উপজেলায় ৫০৫ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৬ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
সর্বশেষ খবর