
কুষ্টিয়ার সদর উপজেলায় বাসের ধাক্কায় দবোরা খানম সারিকা (৩০) নামে এক নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দবোরা খানম কুষ্টিয়া জেলা আদালতের আইনজীবী এবং শহরের আমলাপাড়া এলাকার রিয়াদুর সালেহীন মুনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রামগামী শ্যামলী এন আর পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দবোরা খানমসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দবোরা খানম মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমান জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে এক নারী মারা গেছেন। অপর দুইজন চিকিৎসাধীন আছেন এবং তারা আশঙ্কামুক্ত।
কুষ্টিয়া মডেল থানার এসআই সুলতান জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর