
ময়মনসিংহের হালুয়াঘাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, এবং নির্বিঘ্নে উদযাপনের লক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় পূজামন্ডপ কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভায় হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার। এ সময় উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) রাজন পাল,হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও ৫৭টি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপজেলায় নির্বিঘ্নে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে সম্পন্ন করতে থানা পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন ওসি হাফিজুল ইসলাম হারুন।
হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাগর সরকার সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের নিকট হতে তাদের বিভিন্ন প্রস্তাবনা শুনেন ও সে মোতাবেক সিদ্ধান্ত প্রদান করেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে আলোচনা ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং শারদীয় দুর্গোৎসব কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর