
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, শিক্ষা ও পড়াশুনার বিকল্প নেই। আপনারা আপনাদের ছেলে মেয়ের পড়াশুনায় নজর রাখবেন। কারণ তাদের মেধা দিয়েই ভবিষ্য দেশকে পৃথিবীর মাঝে আলোকিত করবে। দেশে বিদেশে সুনাম খ্যাতি অর্জন করলেই এ প্রতিষ্ঠানটিরও সুনাম ছড়িয়ে পড়বে চারদিক।
ছেলে মেয়েরা ভুল পথে যাচ্ছে, না সঠিক পথে আছে তা খেয়াল রাখবেন। তারা যাতে সঠিক পথ বেছে নিয়ে এগিয়ে যেতে পারে বহুদূরে সে খেয়ালও রাখতে হবে। কাংখিত সাফল্য যেদিন আসবে সেদিন আপনার ছেলে মেয়েরাই দেশকে নিজে থেকেই আলোকিত করবে। তিনি মঙ্গলবার দুপুরে ছিট রাজিব আর্দশ উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার মানোন্নয়নে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ছিট রাজিব আর্দশ উচ্চ বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছিট রাজিব আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইবনে সাঈদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, প্রতিষ্ঠানটির দাতা সদস্য নূরুল ইসলাম প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জামিয়ার রহমান।
সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর