
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রদল মনোনীত প্রার্থী শেখ তানভীর বারী হামীম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন। তিনি বলেছেন, “শিক্ষার্থীরা যদি মনে করেন এটাই তাদের রায়, তবে আমি সেই রায়কে শ্রদ্ধা জানাই।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
হামীম লিখেন, “আজকের ভোটানুষ্ঠান সামগ্রিকভাবে উৎসবমুখর হলেও কিছু কেন্দ্রে অনিয়ম দেখা গেছে। বিশেষ করে ভোট গণনার সময় মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপির অভিযোগ পাওয়া গেছে।”
তিনি আরও লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের চূড়ান্ত রায়, তবে আমি সেটিকে মেনে নিচ্ছি। আমি এখন শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।”
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামীম বলেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
এর আগে, একই রাতে পৃথক এক ফেসবুক পোস্টে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান নির্বাচনের ফলাফলকে ‘পরিকল্পিত প্রহসন’ বলে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেন।
সর্বশেষ খবর