
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সুন্দরগঞ্জের আজিজুর রহমানকে সাময়িকভাবে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আজিজুর রহমানকে দলের যাবতীয় কর্মকাণ্ড থেকে সাময়িক বিরত রাখা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এবং গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ মুঠোফোনে জানান, "আজিজুর রহমান দিনদিন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু জবাব না পাওয়ায় অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, সম্ভবত অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্যই তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন।
জানা গেছে, আজিজুর রহমান রাজনৈতিক জীবন শুরু করেন গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদের সুন্দরগঞ্জ উপজেলার সমন্বয়কারী হিসেবে। পরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগের দহবন্দ ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন।
এসব বিষয়ে আজিজুর রহমান বলেন, "আমাকে দলের কর্মকাণ্ড থেকে সাময়িকভাবে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আমি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সব কিছু পরিষ্কার করব।" তিনি আরও জানান, এনসিপিতে যোগদানের আগে তিনি গণ অধিকার পরিষদ ও জামায়াতের যুব বিভাগে দায়িত্ব পালন করেছিলেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, একাধিক রাজনৈতিক সংগঠন ঘুরে এনসিপিতে যোগ দেওয়া এবং এরপর দলের শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ—এ ধরনের ঘটনা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য মারাত্মক সংকেত হিসেবে ধরা হয়।
সর্বশেষ খবর