
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে দেওয়া ফেসবুক পোস্টের কারণে সমালোচনার মুখে পড়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনকে বদলি করা হয়েছে।
তিনি নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। পথিক টিভির ক্যান্ট্রি এডিটর দেলোয়ার হোসাইন মাহদী তার সাথে যোগাযোগ করলে তিনি নিশ্চিতভাবে জানান যে, তাকে সদর মডেল থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার ডাকসু নির্বাচনের দিন সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ইঙ্গিত করে একটি শুভকামনা পোস্ট দেন ওসি মোজাফফর।
ওসির ওই পোস্টে লেখা ছিল— “মেধাবীদের জন্য শুভ কামনা রইলো ২১, ১৭, ০৮”। মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়ভাবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়। ওসি মোজাফফরের পোস্ট ঘিরে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল আলোচনা ও নিন্দা শুরু হয়। এর পরদিনই তাকে বদলি করা হলো।
সর্বশেষ খবর