বরগুনার আমতলীতে নৌবাহিনীর কন্টিনজেন্ট ও আমতলী থানা পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার, ১০ সেপ্টেম্বর, বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের সম্মুখে চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন বরগুনা আমতলীর নৌবাহিনীর কন্টিনজেন্ট ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ সাইদুর রহমান বিএন। এছাড়াও আমতলী ট্রাফিক বিভাগের সোয়াইব ইসলাম, মোঃ বাদল ইসলাম, মোঃ নুরজামাল এবং আমতলী পুলিশের এসআই ওয়ালি উল্লাহ, এসআই নাসরিনসহ থানার সদস্যরা অভিযানে অংশ নেন।
চেকপোস্টে মিনি পিকআপ, প্রাইভেট কার, মোটরসাইকেল ও যাত্রীবাহী পরিবহনের গাড়ির কাগজপত্র, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকায় ৮টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: সাইদুর রহমান বলেন, "সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন চালকদের সচেতনতা বৃদ্ধি এবং সড়কে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৮টি মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ নির্মূল ও জনগণের নিরাপত্তার স্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
সর্বশেষ খবর