কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মাদকাসক্ত এক চাচার হাতে হত্যার শিকার হয়েছে মাত্র ৪ বছরের শিশু রাইসা মনি রাহী। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত শিশুটি তার বাড়িতে খেলা করছিল। হঠাৎই তার মাদকাসক্ত চাচা নুরুল হাকিম (২২) তাকে দা দিয়ে কুপিয়ে আঘাত করে। আহত শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা করত। ঘটনার দিনও নেশার জন্য টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে শিশুটিকে হত্যা করেছে বলে পরিবার দাবি করেছে।
খবর পেয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই খোরশেদ আলম ও এএসআই শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এলাকায় এখনও হত্যাকারী চাচাকে আটক করা সম্ভব হয়নি।
নিহত শিশুর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকা শোক ও চরম ক্ষোভের আবহে দগ্ধ।
এদিকে, ঈদগড়ের জামায়াত নেতা বনী আমিন বলেন, ঈদগড়ে হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। প্রশাসনের উচিত মাদক নিয়ন্ত্রণ করা। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার না করা হলে এ ধরনের দুঃখজনক ঘটনা অহরহ ঘটবে।
স্থানীয়রা বলছেন, মাদকাসক্তদের হাতে অল্পবয়সী শিশুর প্রাণ যাওয়া একটি ভয়াবহ প্রতিক্রিয়া। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে সাধারণ মানুষ নিরাপদে থাকবে না।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর