
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্ তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা করেছেন হেফাজত ইসলামের বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া।
গত ৮ সেপ্টেম্বর (সোমবার) বিজয়নগর থানায় মামলাটি রেকর্ড করা হয়, যার বিজয়নগর থানার মামলা নং ১৭। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। ফয়েজিয়া দরবার শরীফের পীর আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর (শনিবার) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন ডাকবাংলোর মোড়ে (ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে) হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব দেশবরেণ্য আলেম আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, অশ্লীল, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য প্রদান করা হয়। যা বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর (বুধবার) ভোররাতে মামলার ৩ নম্বর আসামি, উপজেলার শ্রীপুর গ্রামের হেলেম মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন জাক্কু (৫৫) এবং মামলার ১৩ নম্বর আসামি, উপজেলার ইছাপুর গ্রামের ইদন মিয়ার ছেলে মোঃ হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, হেফাজতের মামলায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর