বরগুনার আমতলীতে বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ মো: আমিরুল মাদবর (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আমতলী উপজেলার গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে গাজীপুর টু সাহেব বাড়ি সড়কে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আমিরুল মাদবর কাঠালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মস্তফা মাদবরের ছেলে। বর্তমানে তিনি আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের গাজীপুর এলাকায় বসবাস করছেন।
অভিযানে তার কাছ থেকে মোট তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান চালাই। এ সময় তিন কেজি গাঁজাসহ আমিরুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।"
পুলিশের এ সাফল্যে এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সর্বশেষ খবর