কক্সবাজারের উখিয়ায় সংবাদকর্মী মোহাম্মদ আমিন উল্লাহ (৩০) হত্যার ঘটনায় আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করা হয়েছে। নিহতের চাচা এনাম মিয়া বুধবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এই দরখাস্ত করেন।
দরখাস্তে বাদী উল্লেখ করেন, নিহত আমিন উল্লাহ স্থানীয় একটি এনজিওতে চাকরির পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার উখিয়া প্রতিনিধি ছিলেন। তিনি নিয়মিত মাদক ও অপরাধবিষয়ক সংবাদ লিখতেন এবং ফেসবুকে তা শেয়ার করতেন। এতে ক্ষুব্ধ হয়ে উখিয়ার প্রভাবশালী মাদককারবারিরা দীর্ঘদিন ধরে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
বাদীর অভিযোগ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আমিন উল্লাহ। পরদিন ভোরে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি জানান, চট্টগ্রামে অবস্থান করছেন এবং তাঁর টাকার প্রয়োজন। ওই সময় স্ত্রী নুর বেগম বিকাশের মাধ্যমে তাঁকে দুই হাজার টাকা পাঠান। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বাদী দাবি করেন, ৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা থেকে সকাল ৮টার মধ্যে আসামিরা পরিকল্পিতভাবে আমিন উল্লাহকে কক্সবাজার শহরের মোটেল শৈবাল সংলগ্ন স্টেডিয়ামের পেছনের ঝাউবাগানে নিয়ে যায়। সেখানে শ্বাসরোধে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করতে তাঁর গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়।
পরদিন সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। সুরতহাল রিপোর্টে গলায় আঘাতের দাগ, চোখের পাতায় এবং শরীরের বিভিন্ন অংশে কালশিটে দাগ পাওয়া গেছে।
দরখাস্তে নামীয় আসামি করা হয়েছে—উখিয়ার বালুখালী এলাকার মৃত ছৈয়দ প্রকাশ গাঁজা ছৈয়দের ছেলে মোহাম্মদ রানা (৩০), মৃত বদিউর রহমান সিকদারের ছেলে সরওয়ার সিকদার (৩৯), সুলতান ড্রাইভারের ছেলে মো. ইমন (৩০), মৃত কবির আহমদের ছেলে মোহাম্মদ করিম (২৭), মো. সিরাজের ছেলে রফিকুল ইসলাম আইমন (২৮), বাবুল মিয়ার ছেলে আজিজুল হক (২৫), শামসুল আলম ওরফে ভেট্টাইয়ার ছেলে জয়নাল আবেদীন ওরফে আব্বুইয়া (৩৩), বালুখালী কাস্টমস এলাকার মো. জোবাইর (৪০), বানু বাপের খিল এলাকার ফরিদ আলম (৩৮) এবং টেকনাফের হোয়াইক্যং কাটাখালী এলাকার মো. কালু (২৬)। এছাড়াও আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
বাদীর দাবি, আসামিরা চট্টগ্রাম নতুনব্রিজ এলাকা থেকে আমিন উল্লাহকে অনুসরণ করে অপহরণ করে কক্সবাজারে এনে হত্যা করে। তাই ন্যায়বিচারের স্বার্থে আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে এই হত্যাকাণ্ডে স্থানীয়ভাবে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। উখিয়া-টেকনাফ অঞ্চলের সাংবাদিক সমাজ ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালুখালী এলাকায় সন্ত্রাস, ইয়াবা কারবার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। এ ধরনের অপরাধে জড়িতদের চিহ্নিত করে সাঁড়াশি অভিযান চালানোরও দাবি জানানো হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর