
রাজবাড়ীর পাংশায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আকিরন নেছা (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এঘটনা ঘটে।
নিহত আকিরন নেছা ওই গ্রামের খালেক বিশ্বাস এর স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বসত ঘড়ের টিনের ব্যাড়া স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ঠ হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন মুঠোফোনে শুনেছি বিষয় টা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর