
ফরিদপুরে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান সবুজকে (৩৯) বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মাহফুজুর রহমানকে ফরিদপুর মহানগরের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মাহফুজুর রহমান সবুজকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) মাহফুজুর রহমান সবুজকে (৩৯) গ্রেপ্তার করে ফরিদপুর সেনা ক্যাম্পের একটি দল ও কোতোয়ালি থানার পুলিশ। ওই দিন রাতে শহরের আলীপুর মহল্লায় অবস্থিত তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। মাহফুজুর রহমান শহরের দক্ষিণ আলীপুর মহল্লার মোতালেব মিয়ার ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর