
বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলাজুড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে। চার দিনের নতুন কর্মসূচির প্রথম দিনে রবিবার সকাল থেকে বাগেরহাটের জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হচ্ছে। বাগেরহাট সর্বদলীয় সংগ্রাম কমিটির আয়োজনে বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটক, জেলা নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতাকর্মীরা। আগামী রবিবার সকাল থেকে টানা তিন দিনের হরতাল সফল করতে জেলা-উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল করছে নেতাকর্মীরা ও সাধারণ মানুষ।
গত বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এম.এ সালাম এই চার দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা শেষ পর্যন্ত রাজপথে থাকব।"
এর আগে গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতেও অংশ গ্রহণ করে। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেটে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখাসহ নিজেদের খসড়া প্রস্তাবে সম্পূর্ণ পাল্টে দিয়ে আসনের সীমানা নির্ধারণ করে। ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দলসহ আমজনতা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাগেরহাটবাসীর একটিই দাবি, চারটি আসন ফিরিয়ে দেওয়া না হলে আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন চালিয়ে যাবেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর