
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ের পাশের লাউঞ্জে অনুষ্ঠিত প্রথম সভার মধ্য দিয়ে শুরু হয় নতুন কমিটির কার্যক্রম। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এতে ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ নবনির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সিনেট সদস্য হিসেবে পাঁচজন ছাত্র প্রতিনিধির নাম ঘোষণা করেন নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। তারা হলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ এবং সর্বাধিক ভোট পাওয়া সদস্য সাবিকুন নাহার তামান্না।
বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে সিনেটে পাঠানোর বিষয়ে আলোচনায় সবার মতামত নেওয়া হয়েছে। টপ থ্রি পদে ভিপি, জিএস ও এজিএস স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হওয়ায় বাকি দুই সদস্যের ক্ষেত্রে একজনকে সেক্রেটারিয়েট বডি এবং অন্যজনকে সাধারণ সদস্যদের মধ্য থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ অনুযায়ী সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহকে সিনেট সদস্য করা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে নারী-পুরুষ, আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সমস্যার ভিন্নতা থাকে। তাই প্রতিনিধি মনোনয়নে এসব বিষয় বিবেচনা করা হয়েছে।
ভিপি সাদিক কায়েম বলেন, এই সভার মাধ্যমে ডাকসুর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন করবেন, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তার জবাব দেব। এখানে কেউ হারেনি, সবাই মিলেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করব। খুব শিগগিরই কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে।
উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নবনির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশাসহ ২৭ জন প্রতিনিধি। অনুপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদসহ মোট ২৮টির মধ্যে ২৩টিতে জয়ী হয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বাকি পাঁচটির মধ্যে চারটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বামপন্থী প্রতিরোধ পর্ষদ প্যানেলের প্রার্থী। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর