
দেশব্যাপী ফুটবলের জাগরণ সৃষ্টি করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজন করেছে জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫। এর অংশ হিসেবে আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বরগুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বরিশাল বনাম বরগুনা জেলা দলের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফুটবল ম্যাচ।
হাজারো দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বরিশাল দল। প্রথমার্ধে ১৮ নম্বর জার্সিধারী সাঈদের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে বরিশালের ১০ নম্বর জার্সিধারী সোহেল ব্যবধান দ্বিগুণ করলে স্কোর দাঁড়ায় ২-০। তবে ম্যাচের শেষ মুহূর্তে বরগুনার ১০ নম্বর জার্সিধারী রাকিব একটি গোল শোধ করলে উত্তেজনা তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে না পেরে ২-১ গোলে হার মানে স্বাগতিক বরগুনা, আর জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল।
এর আগে বিকাল সাড়ে তিনটায় ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. নূরুল আমিন এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম চন্দ্র দে, সদস্য জিয়াদ মাহমুদ । এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আন্তঃজেলা জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর অর্গানাইজিং কমিটির সদস্য রিদওয়ান বিন রহমান রাকিন বলেন, “জাতীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রতিটি জেলা তাদের টিম গঠন করবে। এখান থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।”
‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে আয়োজিত এই আসরে দেশের ৬৪ জেলা অংশ নিচ্ছে। প্রাথমিক রাউন্ডে আটটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলবে, আর প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই মাসের শহীদদের নামে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর