 
          
 
চট্টগ্রামে মধ্যরাতে বাড়ি ফেরার পথে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক (বহিষ্কৃত) যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নুরুকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন দলীয় সহকর্মীরা। তার মাথায় ভারী আঘাত এবং কোমরে বেশ কয়েকটি ছুরিকাঘাত রয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরের সদরঘাট থানার পোড়াকলোনীর চট্টলা বেকারীর মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।
অভিযুক্তরা হলেন- সৈনিক লীগের নেতা ও আবদুল কাদের ওরফে মাছ কাদেরের ক্যাডার আবুল খায়ের, যুবলীগ নেতা মোস্তফা কামাল টিপুর প্রধান অনুসারী নূর নবী এবং আওয়ামী লীগের নেতা মো. বাচা ও সালাউদ্দিন।
ওসি আব্দুর রহিম বলেন, গতকাল রাতে নুরুল ইসলাম নুরুর ওপর হামলা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা বলেন, সপ্তাহ খানেক আগের থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা নুরুল ইসলামকে হুমকি দিয়ে আসছে। গতকাল রাতে অটোরিকশাযোগে নুরু ভাই একা ঘরে ফিরছিলেন। ওই সময় পোড়াকলোনী সংলগ্ন চট্টলা বেকারির সামনে আওয়ামী সন্ত্রাসী খায়ের, নুর নবীর নেতৃত্বে বাচাসহ অন্যান্যরা তার ওপর হামলা চালায়।
তিনি বলেন, আহত নুরু ভাইকে আমরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। কোমরে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনায় নুরুর মা (নাসিমা আক্তার) সদরঘাট থানায় মামলা দায়ের করবেন।
সালাউদ্দিন/সাএ
 সর্বশেষ খবর
  জেলার খবর এর সর্বশেষ খবর