
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, 'আজকের এই দেশকে অস্থিতিশীল অবস্থা থেকে মুক্ত করতে ধানের শীষই বাংলার মানুষের মুক্তির পথ। এই ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং সেই সরকারের নেতৃত্বে থাকবে জনাব তারেক রহমান। তার বলিষ্ঠ নেতৃত্বে ১৭ বছরে একজন লোকও দল ছেড়ে যায়নি।'
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জাগীর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা খানম বলেন, ধানের শীষের সরকার ক্ষমতায় আসলে আমাদের মায়েরা নারী ক্ষমতায়ন পাবে। আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হবে। কৃষক ভাইয়েরা পাবে ন্যায্যতা। প্রত্যেকটা সেক্টর নিয়েই দল ঘোষিত ৩১ দফায় বাংলার সর্বস্তরের মানুষের স্বার্থে বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটানো হবে।
তিনি আরো বলেন, দলের ভেতরে ভাঙ্গন সৃষ্টির লক্ষ্যে একটা গোষ্ঠী দলের নামে ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা দীর্ঘ সময় ধরে দলকে দেখেছেন..। এই দলকে ভালবাসতে হবে; এই দলের বিকল্প কিছু নেই। কেন আমাদের দলের বিরুদ্ধে কথা? কারণ তারা ভয় পাচ্ছে। ধানের শীষের জনপ্রিয়তাকে তারা ভয় পাচ্ছে। সেই জন্য তারা এই বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছে।
নেতাকর্মীদের সচেতন করে আফরোজা খানম বলেন, আপনারা এমন কোন কাজ করবেন না যার জন্য দলের ক্ষতি হয়। আমাদের নিজেদের ঠিক রাখতে হবে কারণ দীর্ঘ সময় আপনারা কষ্ট করেছেন। সেই কষ্টের সময় ভুলে গেলে চলবে না। সেই দুঃশাসনের কথা মনে রেখে আগামীতে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। যাতে জনগণ ধানের শীষে আস্থা খুঁজে পায়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফ হোসেন লিটনের সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, জাগীর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর