
সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করেছেন অবসরপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স শেখ আব্দুল অমিক।
১৪ সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা জর্জ কোর্টের সরকারি কৌশলী (জিপি) অসীম কুমার মণ্ডল। মামলার বিবরণে জানা যায়, ২৩ বছর ধরে দেশের বিভিন্ন কারাগারে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন শেখ আব্দুল অমিক। ২০১১ সালের ২৯ এপ্রিল অতিরিক্ত মহাপরিদর্শক পদ থেকে অবসর নেন। অবসরের পর তিনি মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারা অধিদপ্তরের অনিয়ম নিয়ে মন্তব্য করলেও সংস্থার সুনাম রক্ষায় সচেষ্ট ছিলেন।
বাদীর অভিযোগ, ২০২৫ সালের ২৯ এপ্রিল মহাপরিদর্শক স্মারক নম্বর ৫৮,০৪,০০০০,০২৮,০৫,০০১,২৫-২৭৯ এর মাধ্যমে তাকে দেশের সব কারাগারে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ চিঠি দেশের সব কারাগারে পাঠানো হয়, যা তার সামাজিক মর্যাদায় আঘাত হানে।
তিনি আদালতে জানান, একজন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এমন নিষেধাজ্ঞা বেআইনি ও অসম্মানজনক। প্রতিবাদপত্র ও লিগ্যাল নোটিশ পাঠিয়েও কোনো প্রতিকার না পেয়ে তিনি ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট একে এম আক্তারুল কবির বলেন, “আমার মক্কেল একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তাকে বেআইনিভাবে অবাঞ্ছিত ঘোষণা করে অপমানিত করা হয়েছে।”
মামলাটি ১৪ আগস্ট দায়ের করা হয়। ১০ সেপ্টেম্বর কোর্ট ফি জমা দেওয়ার পর আদালত বিবাদীপক্ষকে সমন ইস্যুর নির্দেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৭ অক্টোবর।
রাষ্ট্রপক্ষের জিপি অসীম কুমার মণ্ডল জানান, মামলাটি বিচারাধীন রয়েছে। মহাপরিদর্শকের আদেশের যৌক্তিকতা আদালতে তুলে ধরা হবে।
এ বিষয়ে জানতে চাইলে মহাপরিদর্শকের সরকারি নম্বরে ফোন দিলে তার পিএ ফোর জানান, স্যার বাইরে আছেন। আমি তাকে বিষয়টি জানাব।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর