
ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান বুলবুল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিল গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুলবুল সরদার নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
তার বিরুদ্ধে পুলিশের উপর হামলার পৃথক দুটি অভিযোগ এবং স্থানীয় সাংবাদিককে হুমকি, এলাকাবাসীর উপর জুলুম নির্যাতন, জোরপূর্বক জমি দখলের অভিযোগ রয়েছে।
এ ছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে খাল দখল, মাটি বিক্রি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তার করা এবং বর্তমানে এলাকায় নিরীহ অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন করা, জমি দখল সহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
এবিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পুলিশের উপর হামলার পৃথক দুটি ঘটনায় পৃথক দুটি অভিযোগে সরদার সাইফুজ্জামান বুলবুল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর