
কক্সবাজারে বর্তমান জেলা প্রশাসক মো. সালাউদ্দিন কে প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. মান্নান।
তিনি এর আগে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারের নিয়ম অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকে। নতুন ডিসি হিসেবে মো. আ. মান্নান কক্সবাজারে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করবেন।
ডিসি জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সাধারণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন। একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু বিচারিক কার্যক্রম নিশ্চিত করেন। কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আহরণ তার অন্যতম দায়িত্ব।
এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন, চলমান উন্নয়ন কার্যক্রমের তদারকি এবং স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় সাধনেও জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নতুন জেলা প্রশাসক মো. আ. মান্নান দায়িত্ব গ্রহণের পর কক্সবাজার জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর