
বরগুনায় জেলা বিএনপির অফিস ভাঙচুরের মামলায় ২ সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক জামিন নামঞ্জুর করা ১২ আইনজীবীর ১০ সেপ্টেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ থেকে জামিনের আদেশ পেয়েও মুক্তি মেলেনি।
১৫ সেপ্টেম্বর দুপুরে হাইকোর্টের জামিন আদেশের কপি কারা কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর পর যথারীতি তাঁদের জেলার কক্ষে এনে যাবতীয় কার্যক্রম শেষ করা হয়। কারাফটকের কাছে জামিনপ্রাপ্তরা এসে উপস্থিত হলে পুনরায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের স্বজনেরা বাইরে স্বাগত জানানোর অপেক্ষায় ছিলেন।
আসামিদের আইনজীবীদের সূত্রে জানা যায়, বেতাগী থানার বিএনপির পোস্টার ছেঁড়ার একটি মামলায় ওই ১২ আইনজীবীকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
এ সময় জেলগেটের বাইরে অবস্থানরত আইনজীবীদের স্বজনেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "এভাবে মিথ্যা অভিযোগ দিয়ে কত দিন বন্দী রাখা যাবে, ইনশাআল্লাহ শীঘ্রই এর পরিণতি ভোগ করতে হবে ইউনুস আর বিএনপি গংদেরকে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর