
বগুড়ার শেরপুরে রাজার দিঘি পুকুরে মরে ভেসে ওঠা মাছ ধরতে নেমে আলমাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টায় মির্জাপুর ইউনিয়নের রাজার দিঘি আদর্শ গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আলমাস ওই গ্রামের মৃত জালা শেখের ছেলে।
স্থানীয় আমিনুর, জসিম, মজিদ, হুমায়ুন ও নিহতের ভাতিজা মিলন জানান, রাতে মরা মাছ পুকুরে ভেসে ওঠে। সেই মাছ আলমাস নিজের পুকুরে বিদেশি মাগুর মাছের খাবারের জন্য সংগ্রহ করতে রাজার দিঘি পুকুরে নামেন। এরপর থেকে তাঁর আর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করে দীর্ঘ ৩ ঘণ্টা পর এলাকাবাসী আলমাসের ব্যাগসহ তাঁকে পানিতে ভেসে উঠতে দেখে মরদেহ উদ্ধার করে।
গ্রামবাসীর আরও জানান, নিহত আলমাস মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পানিতে নামার পর রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনার শিকার হয়ে মারা যেতে পারেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ জাহিদুল ইসলাম বলেন, পরিবারের লোকজন আলমাসের দাফন সম্পন্ন করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর