মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এনডিসি ও সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেছেন, দিনমজুর মা-বাবা যখন শিশুদের কোলেপিঠে করে কাজে যান, তখন শিশুদের ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা সম্পর্কে খেয়াল রাখতে হবে। তিনি সুনামগঞ্জ পৌরসভা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিশুশ্রমমুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সচিব মমতাজ আহমেদ ওয়ার্ল্ড ভিশনের একটি অনুষ্ঠানে একটি এলাকা বাল্যবিবাহমুক্ত ঘোষণার কথা উল্লেখ করে বলেন, "যারা মেয়েরা বড় হচ্ছে, তারা যেন বাল্যবিবাহের আওতায় না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।" তিনি ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচিতে যদি শেখানোর কোনো কাজ থাকে, সেগুলো বেশি করে চালু করার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, "শিশুশ্রম বন্ধ করা মানে এই নয় যে, মায়ের সাথে ঘর-সংসারের কাজ বন্ধ করে দেওয়া। শুধু লেখাপড়ার প্রতি নজর দেওয়া। প্রত্যেক শিশু স্কুলের ব্যাগ গুছিয়ে রাখা, জামা-কাপড়, খাতা-কলম, টেবিল গুছিয়ে রাখা, নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ঘরের ছোটখাটো কাজ করলে শিশু শিখে নিতে পারবে। এটা শিশুদের শিক্ষণীয় কাজ। প্রত্যেহ শিশুদের ছোটখাটো কাজ করলে শেখার আগ্রহ বাড়ে।"
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, "শিশুরা ভবিষ্যতে এ দেশের দায়িত্বভার গ্রহণ করবে, তাদের জন্য সরকার এই শিশুশ্রম নিরুৎসাহিত করেছে।" তিনি আরও বলেন, "আমরা চাই প্রত্যেক শিশু তাদের সহজাত প্রকৃতির মাধ্যমে পূর্ণ স্বাধীনতা নিয়ে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক। শিশুদের ইচ্ছে করে শিশুশ্রমে যুক্ত করা হয় না। নানা কারণে শিশুরা শিশুশ্রমে জড়িয়ে পড়ে।"
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইসিবিসি প্রকল্প পরিচালক) আব্দুল কাদির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন। সভা উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র জুনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্চয় সিংহ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'র ন্যাশনাল কো-অর্ডিনেটর জামাল উদ্দিন এবং সিলেট এরিয়া প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার কাজল দ্রং।
রার/সা.এ
সর্বশেষ খবর