
উত্তরের জেলা কুড়িগ্রামে ভূরুঙ্গামারীতে গত কয়েক দিনের টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষকের চাষকৃত উঠতি আমন ধান ও শীতকালীন আগাম বিভিন্ন রকম সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে চরম দুঃশচিন্তায় পড়েছেন কৃষক।
কুড়িগ্রাম পাউবো জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬ টা হতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী সেতু পয়েন্টে ২৬ সে. মিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭ সে.মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে কয়েকদিনের অব্যাহত পানি বৃদ্ধিতে চরাঞ্চলের আবাদি জমিসহ দ্বীপচরগুলো পানিতে তলিয়ে গেছে। খাল, বিল, নালা, ডোবা, পুকুর, জলাশয়গুলো পানিতে টইটুম্বুর হয়ে গেছে।
নিমজ্জিত হয়েছে কৃষকের সদ্য লাগানো রোপা আমন ধান ও নানা রকম শীতকালীন আগাম সবজি ক্ষেত। উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধির ফলে সদর ইউনিয়নের নলেয়া, চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর, পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া, পাইকডাঙ্গা, আন্ধারীঝাড় ইউনিয়নের চর ও বীর ধাউরারকুঠি, তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই ও শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা জানান, পানি আরও বৃদ্ধি পেলে পানিতে তলিয়ে থাকা ধানসহ অন্য ফসলের ক্ষতি হবে। আর দ্রুত পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত হবেন তারা। ইসলামপুর গ্রামের কৃষক এনামুল ও পাইকেছড়া এলাকার কৃষক এরশাদ আলী বলেন, নদীর পানি বাড়ার ফলে আমার প্রায় তিন বিঘা জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। সোনাহাট সেতু পাড়ের বাসিন্দা আমজাদ হোসেন, জহর আলীসহ অনেকে জানান, অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে বাড়ির চারদিক ভরে গেছে। এতে বন্যা আতঙ্কে পড়েছেন নদী পাড়ের মানুষ।
তিলাই ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান জানান, পানি বাড়ার সাথে নদী ভাঙ্গনের তীব্রতা বেড়েছে। ফলে দক্ষিণ তিলাই খোঁচাবাড়ি এলাকায় গুচ্ছ গ্রামটি ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। চরভূরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান মানিক উদ্দিন জানান, আমার ইউনিয়নের ইসলামপুর গ্রামসহ বেশ কিছু নিচু এলাকার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, আগামী দুইদিন তিস্তা,ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর