
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ইমলাককে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল গোপালপুরের ফুলতলা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। সন্ধ্যা নাগাদ তাঁকে কোতোয়ালি থানায় আনা হয়।
ওসি আবুল হাসনাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ইমলাক ফুলতলা বাজারে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাঁকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ইমলাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, ইমলাক হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর