
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রের ভোটগ্রহণ চলাকালীন ব্যালটপত্রে পূর্বচিহ্ন থাকার অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) চীফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাক্ষরিত এক বিবৃতিতে ব্যাখ্যা প্রদান করেন তিনি।
বিবৃতিতে তিনি জানান, ৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে এক ছাত্রী টিএসসি ভোটকেন্দ্রে অভিযোগ করেন যে, তার হাতে দেওয়া ব্যালটের একটি পাতায় দুই প্রার্থীর পক্ষে আগেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। ছাত্রীটি ভোট প্রদান করতে অস্বীকৃতি জানালে পোলিং কর্মকর্তারা চিহ্নিত ব্যালটটি আলাদা করে সংরক্ষণ করেন এবং তাকে নতুন ব্যালট সরবরাহ করা হয়। পরে তিনি পুনরায় বুথে প্রবেশ করে ভোট প্রদান করেন।
চীফ রিটার্নিং অফিসার আরো জানান, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। তদন্তে উপস্থিত তিন শিক্ষক ও কেন্দ্র প্রধানের বক্তব্যের সঙ্গে ঘটনার বিবরণ মিল পাওয়া যায়।
পরবর্তীতে প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ছাত্রী মোট ৪বার ভোট বুথে প্রবেশ করেন, প্রথমবার প্রায় ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার ৬৬ সেকেন্ড, তৃতীয়বার ২ সেকেন্ড এবং চতুর্থবার ১০ মিনিটেরও বেশি সময় সেখানে অবস্থান করেন।
চীফ রিটার্নিং অফিসারের মতে, ভোটারটির বারবার বুথে প্রবেশ ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে আলাপচারিতা সন্দেহজনক বলে মনে হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর