
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই রাইচ মিলসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের দিনা অটো রাইচ মিলস ও দিপু অটোমেটিক রাইচ মিলসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করায় প্রতিষ্ঠান দু’টিকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় কুড়িগ্রাম পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল সরকার, উপজেলা পাট কর্মকর্তা মোস্তাফিজার রহমান সহ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র বলেন, দু'টি রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি প্লাস্টিকের বস্তায় চাল প্যাকেট করে বাজারজাত করছিল। সরকার ঘোষিত ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন না মানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিষ্ঠান দু'টিকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর