
সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। মামলার আরেক আসামি মোছা: সাহিদা বেগমকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের আবু তালহার ছেলে।
প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান জানান, ইসমাইল ও সুমাইয়া প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকেই ইসমাইল যৌতুকের দাবিতে সুমাইয়াকে নির্যাতন করতেন। ২০২০ সালের ১৯ জুন দুপুরে তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ফেলে পালিয়ে যান।
ঘটনার পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে ইসমাইল, তার বাবা আবু তালহা ও মা সাহিদা বেগমকে আসামি করে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর