
নীলফামারীর কিশোরগঞ্জে ঝরে পড়া, শিশুশ্রম রোধ ও শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ৮৪টি শিশুর পরিবারের সদস্যদের মধ্যে আয়বর্ধক প্রশিক্ষণ, কারিগরি সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এই উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার ঝরে পড়া, শিশুশ্রম রোধ ও বিদ্যালয়মুখী করার লক্ষ্যে নির্বাচিত ৮৪টি শিশুর পরিবারের সদস্যদের প্রথমে আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই পরিবারগুলোর সদস্যদের মধ্যে কারিগরি সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। এই সামগ্রী ও টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। এছাড়াও প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার সাগর ডি কস্তা, প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, জন কেনেডি ক্রুজ প্রমুখ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর