
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারদের ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে নেত্রকোণায় আসেন ১১ জন প্রশিক্ষণার্থী।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুইসপ্তাহ ব্যাপী জেলা সংযুক্তির সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে এ আয়োজনে প্রশিক্ষণার্থীরা নেত্রকোণায় তাদের দুই সপ্তাহের লব্ধ জ্ঞান ও শিক্ষার উপর উপস্থাপনা করেন।
মূল্যায়ন কমিটির সদস্য হিসেবে আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা।
মূল্যায়ন শেষে সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের সুন্দর ও সফল আগামী কামনা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর